পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



তিনের কথা

যুগে যুগে পাওয়া পাওয়া না-পাওয়া মিলন
যেন রে স্বার্থক হ’ল! পূরিল জীবন! .
ওগো ফুল ওগো মিষ্টি!
ধন্য ধন্য সব সৃষ্টি!
ধন্য আমি ধন্য তুমি
পুণ্য সে মিলন-ভূমি!
কে বলে রে ধন্য ধন্য?
কে দেয় রে করতালি?


৮০