পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তিনের কথা

সেই প্রেম নিরাকার কতদিন থাকে আর?
সব শূন্য হ’য়ে গেল জীবন-ভাণ্ডারে!—
নিভিল সে দীপাবলী, ছিঁড়িল সে ফুলহার,
নির্জ্জন পরাণ ভ’রে উঠিল রে হাহাকার!—
সে দিন বহিয়া গেল, যবে ভালবাসিতাম
শুধু মোর হৃদয়ের ভালবাসারে!

১০