পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তিনের কথা

সে কোন কুসুম সম,
ফুটিলে মরমে মম,
অকস্মাৎ একেবারে প্রাণের মাঝারে!
বর্ণে বর্ণে উজলিলে,
গন্ধে গন্ধে ভরি দিলে,
সকল সোহাগ শূন্য হৃদয়-ভাণ্ডারে!
ওগো ফুল! ওগো মিষ্ট!
আমি ক্লান্ত, আমি ক্লিষ্ট!
কা’র ডাকে ছুটে এ’নু?—দেখিনু তোমারে
সেই সে প্রথম বার সাঁঝের আঁধারে।

১২