পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ولد ۵ রবীন্দ্র-রচনাবলী ঘন শ্রাবণ-মেঘের মতো রসের ভারে নম্র নত . একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাকৃ তব ভবন-দ্বারে । নানা স্বরের আকুলধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে । হংস যেমন মানসযাত্রী, তেমনি সারা দিবসরাত্রি একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ-পারে। ২৩ শ্রাবণ ১৩১৭ >8ぬ জীবনে যা চিরদিন রয়ে গেছে আভাসে প্রভাতের অালোকে যা ফোটে নাই প্রকাশে, জীবনের শেষ দানে জীবনের শেষ গানে, হে দেবতা, তাই আজি দিব তব সকাশে,