পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষরক্ষা Svፃ কল্লোলকুমার, লাবণ্যকিশোর, কাকলীকণ্ঠ, স্বস্মিতমোহনের চেয়ে সহস্র গুণে ভালো । গদাই নামটি খুব আদরের নাম, অথচ পুরুষমানুষকে বেশ মানায়। রাগ করিস নে দিদি, তোর বিনোদের চেয়ে ঢের ভালো— কমল । কী হিসেবে ভালো শুনি । 驗 ইন্দু। বিনোদবিহারী নামটা বাণভট্টের কাদম্বরীতেই চলে, আঠারো-গজি সমাসের মধ্যে । গদাই বেশ সাদাসিধে, ওর মধ্যে বোপদেবের হস্তক্ষেপ করবার জো নেই। আমি তোমাকে নিশ্চয় বলছি, মা দুর্গা কাতিকের চেয়ে গণেশকেই বেশি ভালোবাসেন । গদাই নামটি আমার গদাইগণেশ, তোমার বিনোদকাতিকের চেয়ে ভালো । কমল । কিন্তু যখন বই ছাপাবে, বইয়ে ও নাম তো মানাবে না । ইন্দু। আমি তো ছাপতে দেব না, খাতাখানি আগে আটক করে রাখব। আমার ততটুকু বুদ্ধি আছে দিদি ! কমল । তা, যে নমুনা দেখিয়েছিলি! তোর সেটুকু বুদ্ধি আছে জানি, কিন্তু শুনেছি বিয়ে করলে স্বামীর লেখা সম্বন্ধে মত বদলাতে হয় । ইন্দু। আমার তো তার দরকার হবে না। আমার কবি কেবল আমারই কবি, পৃথিবীতে র্তার কেবল একটিমাত্র পাঠক । কমল । ছাপবার খরচ বেঁচে যাবে— ‘ ইন্দু। সবাই তার কবিত্বের প্রশংসা করলে আমার প্রশংসার মূল্য থাকবে না । কমল । সবাই প্রশংসা করবে, ওই আশঙ্কাটা তোকে করতে হবে না । যা হোক, তোর গয়লাটিকে তোর পছন্দ হয়েছে, তা নিয়ে তোর সঙ্গে ঝগড়া করতে চাই নে । তাকে নিয়ে তুই চিরকাল মুখে থাক বোন ! তোর গোয়াল দিনে দিনে পরিপূর্ণ হয়ে উঠুক। 尊 ইন্দু। ওই বিনোদবাবু আসছেন। মুখটা ভারি বিমর্ষ দেখছি। [ ইন্দুর প্রস্থান বিনোদের প্রবেশ কমল । তাকে এনেছেন ? বিনোদ । তিনি তার বাপের বাড়ি গেছেন, তাকে আনবার তেমন স্থবিধে হচ্ছে না । কমল । আমার বোধ হচ্ছে, তিনি যে আমার সঙ্গিনীভাবে এখানে থাকেন সেটা আপনার আস্তরিক ইচ্ছে নয়। r ծ*կ> Չ