পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষরক্ষ éj५भ अशु প্রথম দৃশ্য নিবারণবাবুর বাসা ক্ষাস্তমণি ও ইন্দু ক্ষান্তমণি। কী আর বলব আমি তোকে, আমার তো হাড় জালাতন । আমার ঘরে যতগুলো লোক জোটে সব চেয়ে লক্ষ্মীছাড়া হচ্ছে ঐ বিনোদ । ইন্দু। সেইজন্যেই লক্ষ্মীদের মহলে সব চেয়ে তার পসার ভারী— লক্ষ্মী যে ছাড়ে লক্ষ্মী তারই পিছনে পিছনে ছোটে । ক্ষণস্তমণি । কেন ভাই, তোর ওকে পছন্দ নাকি ? ইন্দু। আরেকটু হলেই হতে পারত। কিন্তু সে ফীড়া কেটে গেছে। ক্ষাস্তমণি। কী ক'রে কাটল ? ইন্দু। দিদি আগেই তাকে পছন্দ করে বসে আছে । আমাকে আর সময় দিলে না । ক্ষান্তমণি। বলিস কী ! কমল নাকি ? সে ওকে দেখলে কখন ? ইন্দু। দেখে নি। সেইটেই তো বিপদ। শব্দভেদী বাণের কথা রামায়ণে শোন নি ? ক্ষান্তমণি । শুনেছি । ইন্দু। সব চেয়ে শক্ত বাণ হল সেইটে। শব্দের রাস্তা বেয়ে কখন এসে বুকে বেঁধে, কেউ দেখতেই পায় না । ক্ষান্তমণি। একটু ভাই, বুঝিয়ে বল। তোদের মতো আমার অত পড়াশুনো নেই। ইন্দু। সেইটেতেই তোমার রক্ষে। নইলে কেবল পড়াশোনার জোরেই মরণ হতে পারত, দেখাশোনার দরকার হত না । তোমার বিনোদবাৰু ষে কবি তা জান না !