পাতা:কিশোর কিশোরী - চিত্তরঞ্জন দাশ.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



তিনের কথা

তুমি কি ভেবেছ মনে ঠিক করেছিনু,
আগে হ’তে?—আমি জেনে শুনে এসেছিনু,
মোহিনী মূরতি তব দেখিলার তরে
কৌতুহল-পরবশ বাসনার ভরে?
সামান্য তস্কর সম চুরি করি নিতে?
সৌন্দর্য্য-সম্পদে তব মোর দৃষ্টি দিতে?
চাও মোর আঁখি পানে, ও কথা ভেবনা,
এ নহে কল্পনা,—ওগো, এ নহে ছলনা।

২০