পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ९ রবীন্দ্র-রচনাবলী বরণমালা গাথা আছে, আমার চিত্তমাঝে, কবে নীরব হাস্যমুখে আসবে বরের সাজে । সেদিন আমার রবে না ঘর, কেই-বা আপন, কেই-বা অপর, বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্ৰতা । মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা । निव्ज्ञांशेझट् ২৬ আষাঢ় ১৩১৭ Y S a যাত্ৰী আমি ওরে । পারবে না কেউ রাখতে আমায় ধরে । দুঃখস্থথের বঁাধন সবই মিছে, বাধা এ-স্বর রইবে কোথায় পিছে, বিষয়বোঝা টানে আমায় নীচে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে । যাত্রী অামি ওরে । চলতে পথে গান গাহি প্রাণ ভরে । দেহ-দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার, ভালোমন্দ কাটিয়ে হব পার চলতে রব লোকে লোকাস্তরে । যাত্রী অামি ওরে। বা-কিছু ভার বাবে সকল সরে।