পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*తీ 8 রবীন্দ্র-রচনাবলী রাজপ্রহরী উদ্ধবের প্রবেশ উদ্ধব । নন্দিসংকটের পথ কেন খুলে দিলে যুবরাজ ? অভিজিৎ । শিবতরাইয়ের লোকদের নিত্যজুৰ্ভিক্ষ থেকে বাচাবার জন্তে । উদ্ধব। মহারাজ তো তাদের সাহায্যের জন্তে প্রেস্তুত, তার তো দয়ামায়া আছে । অভিজিৎ । ডান-হাতের কাপণ্য দিয়ে পথ বন্ধ করে বঁা-হাতের বদান্ততায় বাচানো ষায় না। তাই ওদের অন্ন-চলাচলের পথ খুলে দিয়েছি। দয়ার উপর নির্ভর করার দীনতা আমি দেখতে পারি নে । 尊 উদ্ধব। মহারাজ বলেন, নন্দিসংকটের গড় ভেঙে দিয়ে তুমি উত্তরকুটের ভোজনপাত্রের তলা খসিয়ে দিয়েছ । ஆத் অভিজিং। চিরদিন শিবতরাইয়ের অন্নজীবী হয়ে থাকবার দুৰ্গতি থেকে উত্তরকুটকে মুক্তি দিয়েছি। উদ্ধব। দুঃসাহসের কাজ করেছ। মহারাজ খবর পেয়েছেন এর বেশি আর কিছু বলতে পারব না । যদি পার তো এখনই চলে যাও । পথে দাড়িয়ে তোমার সঙ্গে কথা কওয়াও নিরাপদ নয় । [ উদ্ধবের প্রস্থান অস্বার প্রবেশ অম্বা স্বমন । বাবা স্বমন । যে পথ দিয়ে তাকে নিয়ে গেল সে পথ দিয়ে তোমরা কি কেউ যাও নি ? অভিজিৎ । তোমার ছেলেকে নিয়ে গেছে ? অম্বা। হা, ওই পশ্চিমে, যেখানে স্থধ্যি ডোবে, যেখানে দিন ফুরোয় । অভিজিং । ওই পথেই আমি যাব । অম্বা। তাহলে দুঃখিনীর একটা কথা রেখো—যখন তার দেখা পাবে, ব’লো মা তার জন্তে পথ চেয়ে আছে । অভিজিৎ । বলব । অম্বা । বাবা, তুমি চিরজীবী হও । স্বমন, আমার স্বমন । [ প্রস্থান ভৈরবপন্থীদের প্রবেশ গান জয় ভৈরব, জয় শংকর, छम्र खम्र खम्र ●धंलग्नशकद्र । জয় সংশয়-ভেদন জয় বন্ধন-ছেদন জয় সংকট-সংহর, ংকর, শংকর । [ প্রস্থান