পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68יל রবীন্দ্র-রচনাবলী যাহ-খুশি বলি স্বগত কাকলি, । লিখিবারে চাহি পত্র, গোপন মনের শিল্পস্থত্রে বুনানো দু-চারি ছত্র। সঙ্গীবিহীন নিরালায় করি জানা-অজানার সন্ধি, গর্ঠিকানিয়া বন্ধু কে আছ করিব বাণীর বন্দী। না জানি তোমার নামধাম আমি, না জানি তোমার তথ্য । কিবা আসে যায় যে হও সে হও মিথ্যা অথবা সত্য। . নিভৃতে তোমারি সাথে আনাগোনা হে মোর অচিন মিত্র, প্ৰলাপী মনেতে অঁাকা পড়ে তব কত অদ্ভূত চিত্র। যে নেয় নি মেনে মর্ত শরীরে বাধন পাঞ্চভৌত্যে তার সাথে মন করেছি বদল স্বপ্নমায়ার দৌত্যে । ঘুমের ঘোরেতে পেয়েছি তাহার রুক্ষ চুলের গন্ধ। আধেক রাত্রে শুনি যেন তার— দ্বার-খোলা, দ্বার-বন্ধ । নীপবন হতে সৌরভে আনে ভাষাবিহীনার ভাষ্য । জোনাকি অঁাধারে ছড়াছড়ি করে মণিহার-ছেড়া হাস্ত । সঘন নিশীথে গর্জিছে দেয়, রিমিথিমি বারি বর্ষে—