পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়ুতন Woo) গান আর নহে আর নয় । আমি করি নে আর ভয় । আমার ঘুচল বাধন ফলল সাধন হল বাধন ক্ষয় । ওই আকাশে ওই ডাকে অামায় আর কে ধরে রাখে । আমি সকল দুয়ার খুলেছি আজ যাব সকলময় । ওরা বসে বসে মিছে o শুধু মায়াজাল গাথিছে, ওর। কী যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে । আমার অস্ত্র হল গড়া, আমার বর্ম হল পরা, এবার ছুটবে ঘোড়া পবনবেগে করবে ভুবন জয় । মালীর প্রবেশ মালী। অাচার্যদেব, আমাদের গুরু আসছেন । আচার্য। বলিস কী ! গুরু ? তিনি এখানে আসছেন ? অামাকে আহবান করলেই তো আমি যেতুম | প্রথম দৰ্ভক। এখানে তোমাদের গুরু এলে তাকে বসাব কোথায় ! দ্বিতীয় দৰ্ভক। বাবাঠাকুর, তুমি এখানে তার বসবার জায়গাকে একটু শোধন করে নাও— আমরা তফাতে সরে যাই। আর-একদল দর্ভকের প্রবেশ প্রথম দৰ্তক। বাবাঠাকুর, এ তোমাদের গুরু নয়— সে এ পাড়ায় আসবে কেন ! এ যে আমাদের গোসাই ! দ্বিতীয় দৰ্ভক। আমাদের গোসাই ?