পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী বন্দী হয়ে দূরে ছিনু এতদিন ছিন্ন হোক, সে তো সত্যহীন । লও বক্ষে দুবাহু বাড়ায়ে ; সম্মুখে যাহারে চাও পিছনেই আছে সে দাড়ায়ে ? ১৬ জ্যৈষ্ঠ ১৩৪০ দাৰ্জিলিং বিদ্রোহী পর্বতের অন্ত প্রাস্তে ঝঝরিয়া ঝরে রাত্রিদিন নিঝরিণী ; এ মরুপ্রান্তের তৃষ্ণা হল শাস্তিহীন পলাতক মাধুর্ষের কলম্বরে। শুধু ওই ধ্বনি তৃষিত চিত্তের যেন বিদ্যুতে খচিত বজ্ৰমণি বেদনায় দোলে বক্ষে । কৌতুকছুরিত হাস্য তার মর্মের শিরায় মোর তীব্ৰবেগে করিছে বিস্তার জালাময় নৃত্যস্রোত । ওই ধ্বনি আমার স্বপন চঞ্চলিতে চাহে তার বঞ্চনায় । মূঢ়ের মতন ভুলিব না তাহে কতু । জানিব মানিব নি:সংশয় দুৰ্লভেরে মিলিবে না ; করিব কঠোর বীর্ষে জয় ব্যর্থ দুরাশারে মোর । চিরজন্ম দিব অভিশাপ দয়ারিক্ত দুৰ্গমেরে ।