পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१¢ॐ রবীন্দ্র-রচনাবলী এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো— এই তো আলো— এই তো আলো । স্বরুল হইতে শাস্তিনিকেতনের পথে ৭ আশ্বিন ১৩২১] স্বরুল (to মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন-’পরে— প্রিয়তম হে, জাগো জাগো জাগো। রুদ্ধ দ্বারের বাহিরে দাড়ায়ে আমি আর কতকাল এমনে কাটিবে স্বামী— প্রিয়তম হে, জাগো জাগো জাগো । রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন-পানে চেয়ে— প্রিয়তম হে, জাগো জাগো জাগো । জীবনে আমার সংগীত দাও আনি, নীরব রেখে না তোমার বীণার বাণী— প্রিয়তম হে, জাগো জাগো জাগো । মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে— প্রিয়তম হে, জাগো জাগো জাগো । হৃদয়পাত্র স্বধায় পূর্ণ হবে, তিমির কঁাপিবে গভীর আলোর রবে— প্রিয়তম হে, জাগো জাগো জাগো । ৮ আশ্বিন ১৩২১] প্রভাত