পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তধারা । ఇలిr বিস্তৃতি। সহজ শিকল আমাদের নয়, পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি। श्रुनक्षझ । श्लय् cञ्च कूलांश्ा नि छ् छश्नं ऊँब्रि जषश् चयि । o, ভৈরবপন্থীর প্রবেশ গান জয় ভৈরব, জয় শংকর, छध छध छप्ले 62अिश्च९कद्ध ! জয় সংশয়-ভেদন, জয় বন্ধন-ছেদন, জয় সংকট-সংহুর, শংকর, শংকর । [ প্রস্থান রণজিৎ ও মন্ত্রীর প্রবেশ মন্ত্রী। মহারাজ, শিবির একেবারে শূন্ত, অনেকখানি পুড়েছে। অল্প কয়জন প্রহরী ছিল, তারা তেী— ! রণজিৎ । তারা যেখানেই থাক না, অভিজিং কোথায় জানা চাই । কঙ্কর। মহারাজ, যুবরাজের শাস্তি আমরা দাবি করি । - রণজিং। শাস্তির যে যোগ্য তার শাস্তি দিতে আমি কি তোমাদের অপেক্ষ করে থাকি ? o কঙ্কর । তাকে খুজে না পেয়ে লোকের মনে সংশয় উপস্থিত হয়েছে। । রণজিৎ । কী ! সংশয় । কার সম্বন্ধে ? কঙ্কর। ক্ষমা করবেন, মহারাজ। প্রজাদের মনের ভাব আপনার জানা চাই । যুবরাজকে খুজে পেতে যতই বিলম্ব হচ্ছে ততই তাদের অধৈর্ষ এত বেড়ে উঠছে যে, যখন তাকে পাওয়া যাবে তখন তারা শাস্তির জন্তে মহারাজের অপেক্ষ করবে না। বিভূতি। মহারাজের আদেশের অপেক্ষা না করেই নন্দিলংকটের ভাঙা দুর্গ গড়ে তোলবার ভার আমরা নিজের হাতে নিয়েছি । . . . . রণজিৎ। আমার হাতে কেন রাখতে পারলে না? বিভূতি। যেটা আপনারই বংশের অপকীর্তি, তাতে আপনারও গোপন সন্মতি আছে এ রকম সন্দেহ হওয়া মাছুষের পক্ষে স্বাভাবিক। । -