পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতালি ২৩ শরৎ তোমার অরুণ অালোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি । শরৎ তোমার শিশির-ধোওয়া কুস্তলে, বনের-পথে লুটিয়ে-পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি। মানিক-গাথা ওই যে তোমার কঙ্কণে ঝিলিক লাগায় তোমার শু্যামল অঙ্গনে । কুঞ্জ-ছায়া গুঞ্জরনের সংগীতে ওড়না ওড়ায় এ কী নাচের ভঙ্গিতে, শিউলি-বনের বুক যে ওঠে আন্দোলি’ ৷ স্বরুল ১৯ ভাদ্র [১৩২১] ২৭ ও আমার মন যখন জাগলি না রে তোর মনের মানুষ এল দ্বারে । তার চলে যাবার শবদ শুনে ভাঙল রে ঘুম— ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে । মাটির পরে অঁাচল পাতি’ একলা কাটে নিশীথ রাতি, তার বাশি বাজে অঁাধার-মাঝে দেখি না ষে চক্ষে তারে । N3Շ: তুই যাহারে দিলি ফাকি খুজে তারে পায় কি আঁখি ? t으리학R পথে ফিরে পাবি কি রে ঘরের বাহির করলি যারে । ২১ ভাদ্র [১৩২১] ২৩৭