পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিকা নির্মম ভাগ্যের হাতে লেখা বঞ্চনার কালো কালো রেখা বিকৃত স্মৃতির পটে নিরর্থক করেছে ছবিরে । আলোহীন গানহীন হৃদয়ের গহন গভীরে সেদিনের কথাগুলি দুৰ্লক্ষণ বাছুড়ের মতো আছে বুলি । আজ যদি তুমি এস কোথা তব ঠাই, সে তুমি তো নাই । আজিকার দিন তোমারে এড়ায়ে যাবে পরিচয়হীন । তোমার সেকাল আজি ভাঙাচোরা যেন পোড়োবাড়ি লক্ষ্মী যারে গেছে ছাড়ি ; ভূতে-পাওয়া ঘর ভিত জুড়ে আছে যেথা দেহহীন ডর। আগাছায় পথ রুদ্ধ, আঙিনায় মনসার ঝোপ, তুলসীর মঞ্চখানি হয়ে গেছে লোপ। বিনাশের গন্ধ ওঠে, জুগ্রহের শাপ, দুঃস্বপ্নের নিঃশব্দ বিলাপ । ৩ অগস্ট ১৯৩২ মৌন কেন চুপ করে আছি, কেন কথা নাই, শুধাইছ তাই । কথা দিয়ে ডেকে আনি ষারে দেবতারে, বাহির দ্বারের কাছে এসে ফিরে যায় হেসে । \©ዓ