পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি বাসনা মোর যারেই পরশ করে সে, আলোটি তার নিবিয়ে ফেলে নিমেষে । ওরে সেই অশুচি, দুই হাতে তার । যা এনেছে চাই নে সে অার, তোমার প্রেমে বাজবে না যা সে আর আমি সইব না। আমায় আমি নিজের শিরে বইব না। ১৫ আষাঢ় ১৩১৭ والا ه لا হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে— এই ভারতের মহামানবের সাগরতীরে । হেথায় দাড়ায়ে দু-বাহু বাড়ায়ে নমি নর-দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে । ধ্যান-গম্ভীর এই যে ভূধর, নদীজপমালাধুত প্রাস্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে । ኟ-> »No br〉