পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बैं★ब्रि వీS ক্ষিতীশ । সাহিত্যে নিজে কিছু দেবার শক্তি নেই, অথচ সংকোচ নেই তাকে বঞ্চিত করতে। এর দাম দিতে হবে, কিছুতে ছাড়ব না। বঁাশরি। কী দাম চাই । ক্ষিতীশ । তোমাকে । বাশরি। ক্ষতিপূরণ এত সস্তায়, সাহস আছে নিতে? ক্ষিতীশ । আছে। বাশরি। সেটিমেন্ট এক ফোটাও মিলবে না। ক্ষিতীশ । আশাও করি নে। বাশরি। নির্জলা একাদশী, নিষ্ঠুর সত্য । ক্ষিতীশ । রাজি আছি । বঁাশরি। আছ রাজি ? বুঝেস্থঝে বলছ ? এ কমিক নভেল নয়, ভুল করলে প্রফ-দেখা চলবে না, এডিশনও ফুরবে না মরার দিন পর্যন্ত । ক্ষিতীশ । শিশু নই, এ কথা বুঝি । o বঁাশরি। না মশায়, কিছু বোঝ না, বুঝতে হবে দিনে দিনে পলে পলে, বুঝতে হবে হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় । ক্ষিতীশ । সেই হবে আমার জীবনের সবচেয়ে বড়ো অভিজ্ঞতা । বঁাশরি। তবে বলি শোনো। অবোধের পরে মেয়েদের স্বাভাবিক স্নেহ । তোমার উপর কৃপা আছে আমার । তাই অৰুঝের মতো নিজের সর্বনাশের ষে-প্রস্তাবটা করলে তাতে সম্মতি দিতে দয়া হচ্ছে । ক্ষিতীশ । সম্মতি না দিলে সাংঘাতিক নির্দয়ত হবে । সামলে উঠতে পারব না। বঁাশরি । মেলোড়ামা ? | ক্ষিতীশ । না মেলোড্রাম নয় । বঁাশরি। ক্রমে মেলোড্রামা হয়ে উঠবে না ? ক্ষিতীশ । যদি হয় তবে সেই দিনগুলোকে ঐ খাতার পাতার মতো টুকরো টুকরো করে ছিড়ে ফেলো। বঁাশরি। (উঠে দাড়িয়ে ) আচ্ছা সন্মতি দিলেম । (ক্ষিতীশ ছুটে এল বঁাশরির দিকে ) ঐ রে, শুরু হল ! ভালো করে ভেবে দেখো, এখনো পিছোবার সময় আছে । ক্ষিতীশ । ( করজোড়ে ) মাপ করো, ভয় হচ্ছে পাছে মত বদলায় । বঁাশরি। যখন বদলাবে তখন ভয় কোরে। অমন মুখের দিকে তাকিয়ে থেকে