পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে । এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ । কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রাস্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কহো । কত কলুষ কত ফাকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ে না, তারে আগুন দিয়ে দহে । یا د ہد ہی 5: براه Qbア জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো | সকল মাধুরী লুকায়ে যায়, গীতসুধারসে এসো। কর্ম যখন প্রবল-আকার গরজি উঠিয়া ঢাকে চারি ধার, হৃদয়প্রান্তে হে নীরব নাথ, শাস্তচরণে এসো । আপনারে যবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দীনহীন মন,