পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ রবীন্দ্র-রচনাবলী হুয়ার আমার ভেঙে শেষে দাড়ালে যেই আপনি এসে নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে । আকাশ হতে প্রভাত-আলো অামার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে । ১৮ ভাদ্র ১৩১৬ سyازC\ শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে । আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে । নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলত৷ বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে । শস্তখেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে স্থর ভরা নদীর অমল জলধারে । যে এসেছে তাহার মুখে দেখ রে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে । শাস্তিনিকেতন טאצכ\ צ ט:5\ לצ