পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি । পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে, নূতনের মাঝে তুমি পুরাতন 啤 সে কথা যে ভুলে যাই । দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই । জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে, চিরজনমের পরিচিত ওহে, তুমিই চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর ; সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই । দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই । > ○> ○ 8 বিপদে মোরে রক্ষা করে। এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয় । দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সাত্বনা, দুঃখে যেন করিতে পারি জয় । সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি ዝነ লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয় ।