পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিক। 》 n পাঠিকা বহিছে হাওয়া উতল বেগে, আকাশ ঢাকা সজল মেঘে, ধ্বনিয়া উঠে কেকা । করি নি কাজ, পরি নি বেশ, গিয়েছে বেলা বাধি নি কেশ, পড়ি তোমারি লেখা । ওগো আমারি কবি, তোমারে আমি জানি নে কতু, তোমার বাণী আঁকিছে তৰু অলস মনে অজানা তব ছবি । হিয়ার মাঝে কী কথা তুমি বল ! কোথায় কবে আছিলে জাগি, বিরহ তব কাহার লাগি, কোন সে তব প্রিয়া ! ইন্দ্ৰ তুমি, তোমার শচী— জানি তাহারে তুলেছ রচি আপন মায়া দিয়া । ওগো আমার কবি, ছন্দ বুকে যতই বাজে ততই সেই মুরতিমাঝে জানি না কেন আমারে আমি লভি ।