পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় 8&Ꮔ জয়তোরণের ভিত্তিভূমিতে লাগিল দারুণ দোল । অহংকারের ফাটিল হর্ম্যচুড়া, লুষ্ঠিত ধনভাণ্ডার হল গুড়া । বিদীর্ণ হল প্রমোদভবনতল, তারি গহবর ভেদিয়া উঠিল নাগনাগিনীর দল । বিষ-উদগারে দুলিল লক্ষ ফণা, প্ৰলয়শ্বাসে ছুটিল অগ্নিকণা। রক্তমাতাল যমদূত সবে বীভৎস উৎসবে ধরণীর বুক চিরিতে লাগিল অট্টহাস্যরবে । নিরর্থ হাহাকারে দিয়ে না দিয়ো না অভিশাপ বিধাতারে । পাপের এ সঞ্চয় সর্বনাশের উদাম বেগে অাগে হয়ে যাক ক্ষয় । অসহ দুঃথে ব্রণের পিণ্ড বিদীর্ণ হয়ে তার কলুষপুঞ্জ করে দিক উদগার । দানবের ভোগে বলি এনেছিল যার সেই ভীরুদের দলিত জীবনে উঠুক মৃত্যুধারা। মিছে করিব না ভয়, ক্ষোভ জেগেছিল তাহারে করিব জয় । জমা হয়েছিল আরামের লোভে দুর্বলতার রাশি, লাগুক তাহাতে লাগুক আগুন, ফেলুক তাহারে গ্রাসি । ঐ দলে দলে ধাৰ্মিক ভীরু কারা চলে গির্জায় চাটুবাণী দিয়ে ভুলাইতে দেবতায় । দুর্বলাত্মা মনে জানে ওরা ভৗত প্রার্থনারবে শান্তি আনিবে ভবে । তার বেশি কিছু দিতে নাহি মন, শুধু বাণীকৌশলে