পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S 8 রবীন্দ্র-রচনাবলী ষে ধনের ভাণ্ডারের চাবি আছে অন্তর্যামী কোন গুপ্ত দেবতার কাছে কেহ নাহি জানে— আগন্তুক, অকস্মাৎ সে দুর্লভ দানে ভরিল তোমার হাত অন্যমনে পথে যাতায়াতে । পড়ে ছিল গাছের তলাতে দৈবাৎ বাতাসে ফল, ক্ষুধার সম্বল । অযাচিত সে স্বযোগে খুশি হয়ে একটুকু হেসে ; তার বেশি দিতে যদি এসো, তবে জেনো মূল্য নেই মূল্য তার সেই । দূরে যাও, ভুলে যাও ভালো সেও— তাহারে কোরো না হেয় দানস্বীকারের ছলে দাতার উদ্দেশে কিছু রেখে ধূলিতলে । ৭ সেপ্টেম্বর ১৯৩৫ [ শাস্তিনিকেতন ] ঋতু-অবসান একদা বসন্তে মোর বনশাখে ধবে মুকুলে পল্পবে উদ্‌বারিত আনন্দের আমন্ত্রণ গন্ধে বর্ণে দিল ব্যাপি ফাঙ্কনের পবন গগন, সেদিন এসেছে যারা বীথিকায়— কেহ এল কুষ্ঠিত দ্বিধায় ; চটুল চরণ কারো তৃণে তৃণে বাকিয়া বাকিয়া নির্দয় দলনচিহ্ন গিয়েছে আঁকিয়া