পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

करद्वा' ना। मकरनद cब्रह वrफ इव, नक्रणब cब्रह क्छकई श्रुत्वा ॐद 4हेरफेरकहे তোমার জীবনের মূল তত্ত্ব বলে জেনে না । এ-পথে অনেকে অনেক পেয়েছে, অলেক । সঞ্চয় করেছে, প্রতাপশালী হয়ে উঠেছে তা আমি জানি, তবু বলছি এ পথ তোমার ন৷ হৰু। তুমি প্রেৰে নত হতে চাও, নত হয়ে একেবাৰে সেইখানে গিয়ে তোমার মাথ৷ ঠেকুৰ ৰেখানে জগতের ছোটো বড়ো সকলেই এসে মিলেছে। তুমি তোমার স্বাতন্ত্র্যকে প্রত্যহই তার মধ্যে বিসর্জন করে তাকে সার্থক করে । তই উচু হয়ে উঠবে তত্তই নত হন্থে তার মধ্যে আত্মসমর্পণ করতে থাকবে, যতই বাড়বে ততই ভ্যাগ করবে, এই তোমার সাধন হ’ক । ফিরে এল, ফিরে এস, যারৰার তার মধ্যে ফিরে ফিরে এল—দিনের মধ্যে মাঝে মাঝে ফিরে এস সেই অনন্তে । তুষি ফিরে আসবে বলেই এমন করে সমস্ত সাজানো রয়েছে । কত কথা, কত গোলমাল, বাইরের দিকে কত্ত টানাটানি, সব ভুল হয়ে যায়, কোনো কিছুর পরিমাণ ঠিক থাকে না এবং সেই অসত্যের ক্ষেত্রে প্রবৃত্তির মধ্যে বিকৃতি এসে পড়ে। প্রতিদিন মুহূর্তে মুহূর্তে এই রকম ঘটছে, তারই মাঝখানে সতর্ক হও, টেনে আনো আপনাকে, ফিরে এল, আবার ফিরে এস, সেই গোড়ায়, সেই শাস্তের মধ্যে, মঙ্গলের মধ্যে, সেই একের মধ্যে। কাজ করতে করতে কাজের মধ্যে একেবারে হারিয়ে যেয়ে না, তারই মাঝে মাঝে ফিরে ফিরে এলো তার কাছে ; আমোদ করতে করতে আমোদের মধ্যে একেবারে নিকদেশ হয়ে যেয়ে না, তারই মাঝে মাঝে ফিরে ফিরে এসে। যেখানে সেই তার কিনারা । শিশু খেলতে খেলতে মার কাছে বারবার ফিরে আসে ; সেই ফিরে আসার যোগ যদি একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার আনন্দ্বের খেলা কি ভয়ংকর হয়ে ওঠে ! তোমার সংসারের কর্ম সংসারের খেলা ভয়ংকর হয়ে উঠৰে যদি তার মধ্যে ফেরবার পথ বন্ধ হয়ে যায়, সে পথ যদি অপরিচিত হয়ে ওঠে । বারবার যাতায়াতের স্বারা সেই পথটি এমনি সহজ করে রাখো যে অমাবস্তার রাতেও সেখানে তুমি জনায়াসে যেতে পার, দুর্বোগের দিনেও সেখানে তোমার পা পিছলে না পড়ে। দিনে দুপুরে বেলায় অবেলায় যখন তখন সেই পথ দিয়ে যাও আর আসে, তাতে যেন কাটাগাছ জন্মাবার অবকাশ না ঘটে । ংসারে দুঃখ আছে শোক আছে, জাম্বাত অাছে অপমান আছে, হার যেনে তাদের হাতে আপনাকে একেবারে সমর্পণ করে দ্বিয়ো না, মনে ক’রো না তারা তোমাকে ভেঙে ফেলেছে, গ্রাস করেছে, জীর্ণ করেছে। জাবার ফিরে এল তার মধ্যে, একেবাৱে নৰীন হয়ে নাও। দেখতে দেখতে তুমি সংস্কারে জড়িত হয়ে পক্ষ, লোকাচাৱ তোমার ধর্মের স্থান অধিকার কয়ে, বা তোমার জাভরিক ছিল তাই । כאסין 8 צ