পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিকা বর্তমানের ছবি দেখি যবে, দেখি, নাচে তার বুকে ভৈরব ভৈরবী । তুমি কী দেখিছ তুমিই তা জানো নিত্যকালের কবি— কোন কালিমার সমুদ্রকুলে উদয়াচলের রবি । কালো সে রয় ন] কালো । অঙ্গার সে তো তোমার চক্ষে ছদ্মবেশের আলো । দুঃখ লজ্জা ভয় ব্যাপিয়া চলেছে উগ্র যাতনা মানববিশ্বময় ; সেই বেদনায় লভিছে জন্ম বীরের বিপুল জয় । হে কঠোর, তুমি সম্মান দাও, দাও না তো প্রশ্ৰয় । তপ্ত পাত্র ভরি প্রসাদ তোমার রুদ্র জালায় দিয়েছ অগ্রসরি— যে আছে দীপ্ত তেজের পিপাস্থ নিক তাহ পান করি । নিঠুর পীড়নে ধার তন্দ্রাবিহীন কঠিন দণ্ডে মথিছে অন্ধকার, SS Q