পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাধিক সহসা রাত্রে সে গেল চলি যে রাত্রি হয় না কভু ভোর। অদৃষ্টের যে অঞ্জলি এনেছিল স্বধা, নিল ফিরে । সেই যুগ হল গত চৈত্রশেষে অরণ্যের মাধবীর স্বগদ্ধের মতো । তখন সেদিন ছিল সবচেয়ে সত্য এ ভুবনে, সমস্ত বিশ্বের যন্ত্র বঁাধিত সে অাপন বেদনে আনন্দ ও বিষাদের স্বরে। সেই স্থখ দুঃখ তার জোনাকির খেলা মাত্র, যারা সীমাহীন অন্ধকার পূর্ণ করে চুমকির কাজে বিধে আলোকের হুচি ; সে রাত্রি অক্ষত থাকে, বিনা চিহ্নে আলো যায় ঘূচি। সে ভাঙা যুগের পরে কবিতার অরণ্যলতায় ফুটিছে ছন্দের ফুল, দোলে তারা গানের কথায় । সেদিন আজিকে ছবি হৃদয়ের অজস্তাগুহাতে অন্ধকার ভিত্তিপটে ; ঐক্য তার বিশ্বশিল্প-সাথে । [ আষাঢ় ১৩৪২ চন্দননগর ] বিহ্বলতা অপরিচিতের দেখা বিকশিত ফুলের উৎসবে পল্লবের সমারোহে । মনে পড়ে, সেই আর কবে দেখেছিন্থ শুধু ক্ষণকাল। খর সূর্যকরতাপে নিষ্ঠুর বৈশাখবেলা ধরণীরে রুদ্র অভিশাপে বন্দী করেছিল তৃষ্ণাজালে । শুষ্ক তরু, মান বন, অবসর পিককণ্ঠ, o শীর্ণচ্ছায়া অরণ্য নির্জন ।