পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆՊՀ ब्रर्दौटल-ब्रछनांवलौ শুকতার মুনে করে । শুধু এক মোর তরে অরুণের অালো । উষা বলে, “ভালো, সেই ভালো” । তোমার হাসিটি, প্রিয়, সরল মধুর, কি অনির্বচনীয়। স্বতের যতই বাড়াই মিথ্যা মূল্য, মরণেরি শুধু ঘটে ততই বাহুল্য। পারের তরীর পালের হাওয়ার পিছে তীরের হৃদয় কান্না পাঠায় মিছে । সত্য তার সীমা ভালোবাসে সেথায় সে মেলে আসি স্বন্দরের পাশে । নটরাজ নৃত্য করে নব নব স্বন্দরের নাটে, বসন্তের পুষ্পরঙ্গে শস্তের তরঙ্গে মাঠে মাঠে । র্তাহারি অক্ষয় নৃত্য, হে গৌরী, তোমার অঙ্গে মনে, চিত্তের মাধুর্ষে তব, ধ্যানে তব, তোমার লিখনে । দিন দেয় তার সোনার বীণা নীরব তারার করে— চিরদিবসের স্বর বাধিবার তরে । ভক্তি ভোরের পাখি রাতের আঁধার শেষ না হতেই “আলো” ব’লে ওঠে ডাকি । সন্ধ্যায় দিনের পাত্র রিক্ত হলে ফেলে দেয় তারে নক্ষত্রের প্রাঙ্গণমাবারে । 1. ஆ. রাত্রি তীরে অন্ধকারে ধৌত করে পুন ভরি দিতে প্রভাতের নবীন অযুতে ।