পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>お8 ኣ রবীন্দ্র-রচনাবলী বিনোদ । ওই-যে স্থর বেজে উঠল বাসরঘর থেকে । 鼻 চন্দ্রকান্ত। তাই তো, বিপদ কাছে আসছে। ছিল গলির ও পারে, এখন এল পাশের ঘরে— ক্রমে আরো কাছে আসবে। 谢 বিনোদ । চন্দরদী, বেরসিকের মতো কথা বোলো না, বিপদ আরো বেশি ছিল যখন সেটা গলির ও পারে ছিল— যতই কাছে আসছে ততই হৃদয় ভেঙে যাবার আশঙ্কা কমছে। নেপথ্যে গান মুখ-পানে চেয়ে দেখি, ভয় হয় মনে, ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে আসন দিয়েছি পাতি, মালিকা রেখেছি গাথি, বিফল হল কি তাহা ভাবি খনে খনে । গোধূলিলগনে পাখি ফিরে আসে নীড়ে, ধানে-ভরা তরীখানি ঘাটে এসে ভিড়ে । আজো কি খোজার শেষে ফেরো নি আপন দেশে, বিরামবিহীন তৃষা জলে কি নয়নে ? চন্দ্রকান্ত । ওরে বিহু, এখনো মামলা চোকে নি, প্রিভিকেন্সিলে নালিশ চলছে। তোর তরফের কীেস্থলির কোনো জবাব তৈরি আছে ? 'প্লীড গিলটি নাকি । বিনোদ । একরকম তাই। কিন্তু দাদা, আমাদের মোট কণ্ঠে কথা জোটে তো স্বর জোটে না । চন্দ্র । তা হোক, হার মানতে পারব না । আচ্ছা, দে দেখি কথাটা ; কোনোমতে সবাই মিলে চেঁচামেচি করে চালিয়ে দিতে পারব। বিনোদ । এই যে, আমার বইয়ে ছাপানো আছে । চন্দ্রকাস্ত। ধন্য কবি, ধন্য— নিদেন কালের উপযুক্ত সকল রকম বটিকা আগে থাকতেই তৈরি করে রেখেছ! কাফি স্বরে ঠিক লাগবে— গান জয় করে তবু ভয় কেন তোর ষায় না, হায় ভীরু প্রেম, হায় রে !