পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भोलुिमिएक७म Oණ් তা যদি হয় তবে এই ত্ৰক্ষের কথাটাকে একেবারেই ত্যাগ করতে হয়। ধীকে কোনো কালেই পাব না তাৰে অনন্তকাল খোজার মতো বিড়ম্বন আর কী আছে ? তাহলে এই কথাই বলতে হয় সংসাৱকেই পাওয়া যায়, সংলারই আমার আপনার, ব্ৰহ্ম আমার কেউ নন। i. t কিন্তু সংসারকেও তো পাওয়া যায় না। সংসার তো মায়ামৃগের মতো আমাদের কেবলই এগিয়ে নিয়ে দৌড় করায়, শেষ ধরা তো দেয় না। কেবলই খাটিয়ে মারে ছুটি দেয় না—ছুটি যদি দেয় তো একেবারে বরখাস্ত করে। এমন কোনো সম্বন্ধ স্বীকার করে না যা চরম সম্বন্ধ। শুশকরা গাড়ির গাড়োয়ানের সঙ্গে ঘোড়ার যে সম্বন্ধ তার সঙ্গে আমাদেরও সেই সম্বন্ধ । অর্থাৎ সে কেবলই আমাদের চালাবে, খাওয়াবে সেও চালাবার জন্যে, মাঝে মাঝে যেটুকু বিশ্রাম করাবে সেও কেবল চালাবার জন্তে, চাবুক লাগাম সমস্তই চালাবার উপকরণ । যখন না চলব তখন খাওয়াবেও না, আস্তাবলেও রাখবে না, ভাগাড়ে ফেলে দেবে। অথচ এই চালাবার ফল ঘোড়া পায় না । ঘোড়া স্পষ্ট করে জানেও না সে ফল কে পাচ্ছে । ঘোড়া কেবল জানে যে তাকে চলতেই হবে ; সে মূঢ়ের মতো কেবলই নিজেকে প্রশ্ন করছে, কোনো কিছুই পাচ্ছি নে, কোথাও গিয়ে পৌছোচ্ছি নে তবু দিনরাত কেবলই চলছি কেন ? পেটের মধ্যে অগ্নিময় ক্ষুধার চাবুক পড়ছে, হৃদয় মনের মধ্যে কত শত জালাময় ক্ষুধার চাবুক পড়ছে, কোথাও স্থির থাকতে দিচ্ছে না। এর অর্থ কী ? যাই হ’ক কথা হচ্ছে এই যে, সংসারকে তো' কোনোখানেই পাচ্ছি নে, তার কোনোখানে এসেই থামছি নে—ব্রহ্মও কি সেই সংসারেরই মতো ? তাকেও কি কোনোখানেই পাওয়া যাবে না ? তিনিও কি আমাদের অনন্তকালই চালাবেন এবং সেই পাওয়াহীন চলাকেই অনম্ভ উন্নতি বলে আমরা নিজের মনকে কেবলই কোনোমতে সানা দিতে চেষ্টা করব ? তা নয় । ব্ৰহ্মকেই পাওয়া যায়, সংসারকে পাওয়া যায় না । কারণ, সংসারের মধ্যে পাওয়ার তত্ত্ব নেই–সংসারের তত্বই হচ্ছে সরে যাওয়া, স্বতরাং তাকেই চরমভাবে পাবার চেষ্টা করলে কেবল দুঃখই পাওয়া হবে। কিন্তু ব্ৰহ্মকেও চরমভাবে পাবার চেষ্টা করলে কেবল চেষ্টাই সার হবে একথা বলা কোনোমতেই চলবে না। পাওয়ার তত্ত্ব কেবল একমাত্র ত্রহ্মেই আছে। কেননা তিনিই হচ্ছেন সত্য। DBBB DDBBB BB BBBBB BBB BBBBB BB DBS DDDD যেমন যেমন বুদ্ধিতে হৃদয়ে উপলদ্ধি করছি তেমনি তেমনি তাকে পাচ্ছি—এ হতেই পারে না। অর্থাৎ যেটা ছিল না সেইটেকে আমরা গড়ে তুলছি, তার সঙ্গে সম্বন্ধটা আমাদের