পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঁশরি Stry শ্রদ্ধা ভেঙে, গেল আমার বন্ধন ছিড়ে । বয়স্ক শিশুকে মানুষ করবার কাজ আমার নয়, সে-কাজের ভার সম্পূর্ণ দিলেম ছেড়ে ঐ মেয়ের হাতে। н, পুরন্দরের প্রবেশ সোমশংকর প্রণাম করলে, অগ্নিশিখার মতো বাঁশরি উঠে দাড়াল তার সামনে । বঁাশরি। আজ রাগ করবেন না ; ধৈর্য ধরবেন, কিছু প্রশ্ন করব। [ পুরন্দরের ইঙ্গিতে সোমশংকরের প্রস্থান পুরন্দর। আচ্ছা, বলো তুমি। বাশরি। জিজ্ঞাসা করি, সোমশংকরকে শ্রদ্ধা করেন আপনি ? ওকে খেলার পুতুল বলে মনে করেন না ? পুরন্দর। বিশেষ শ্রদ্ধা করি। বঁাশরি। তবে কেন এমন মেয়ের ভার দিচ্ছেন ওর হাতে যে ওকে ভালোবাসে না । পুরন্দর। জান না এ অতি মহৎ ভার, একই কালে ক্ষত্রিয়ের পুরস্কার এবং পরীক্ষা । সোমশংকরই এই ভার গ্রহণ করবার যোগ্য । বঁাশরি। যোগ্য বলেই ওর চিরজীবনের সুখ নষ্ট করতে চান আপনি ? পুরন্দর। মুখকে উপেক্ষা করতে পারে ঐ বীর মনের আনন্দে। বঁাশরি। আপনি মানবপ্রকৃতিকে মানেন না ? পুরন্দর। মানবপ্রকৃতিকেই মানি, তার চেয়ে নীচের প্রকৃতিকে নয়। বঁাশরি। এতই যদি হল, ওরা বিয়ে নাই করত ? 戲 পুরন্দর। ব্রতকে নিষ্কামভাবে পোষণ করবে মেয়ে, ব্রতকে নিষ্কামভাবে প্রয়োগ করবে পুরুষ, এই কথা মনে করে দুটি মেয়ে-পুরুষ অনেকদিন খুজেছি । দৈবাৎ পেয়েছি । বঁাশরি। পুরুষ বলেই বুঝতে পারছ না যে, ভালোবাসা নইলে দুজন মানুষকে মেলানো ষায় না । পুরন্দর। মেয়ে বলেই বুঝতে ইচ্ছা করছ না, ভালোবাসার মিলনে মোহ আছে, প্রেমের মিলনে মোহ নেই। বাশরি। মোহ চাই, চাই সন্ন্যাসী, মোহ নইলে স্বাক্ট কিসের। তোমার মোহ তোমার ব্রত নিয়ে— সেই ব্রতের টানে তুমি মাহুষের মনগুলো নিয়ে কেটে ছিড়ে