পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতালি প্রেম বলে যে, ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে ।” মরণ বলে, “আমি তোমার জীবন-তরী বাই।’ ১৭ আশ্বিন [১৩২১] প্রভাত ®ყNo কাণ্ডারী গো, যদি এবার পৌছে থাক কুলে হাল ছেড়ে দাও, এখন আমার হাত ধরে লও তুলে । ক্ষণেক তোমার বনের ঘাসে বসাও আমায় তোমার পাশে, রাত্রি আমার কেটে গেছে ঢেউয়ের দোলায় জুলে । কাণ্ডারী গো, ঘর যদি মোর না থাকে আর দূরে, ওই যদি মোর ঘরের বঁাশি বাজে ভোরের স্বরে, শেষ বাজিয়ে দাও গো চিতে অশ্রজলের রাগিণীতে পথের বঁাশিখানি তোমার পথতরুর মূলে । শাস্তিনিকেতন ১৭ আশ্বিন [১৩২১] ২৬৩