পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

না, তা হবে না—তার চেয়ে অসাধ্য আর কিছুই হতে পারে না। তবে কী করা কর্তব্য ? 靜 * * একবার সম্পূর্ণ মরতে হবে—তৰেই নূতন করে ভগবানে জন্মানো যাবে। একেবারে গোড়াগুড়ি মরতে হবে । * *. এটা বেশ করে জানতে হবে, ধে-জীবন আমার ছিল, সেটা সম্বন্ধে জামি মরে গেছি। আমি সে-লোক নই, আমার যা ছিল তার কিছুই নেই । আমি ধনে মরেছি, খ্যাতিতে মরেছি, আরামে মরেছি, আমি কেবলমাত্রই ভগবানে বেঁচেছি। নিতান্ত সদ্যোজাত শিশুটির মতো নিরুপায় অসহায় অনাবৃত হয়ে তার কোলে জন্মগ্রহণ করেছি। তিনি ছাড়া আমার আর কিছুই নেই। তার পরে তার সন্তানজন্ম সম্পূর্ণভাবে শুরু করে দাও, কিছুর পরে কোনো মমতা রেখো না । পুনর্জন্মের পূর্বে এখন সেই মৃত্যুবেদনা। যাকে নিশ্চিত চরম বলে অত্যন্ত সত্য বলে জেনেছিলুম একটি একটি করে একটু একটু করে তার থেকে মরতে হবে। এস মৃত্যু এস—এস অমৃতের দূত এল— Jo এস আপ্রিয় বিরস ভিক্ত, এস গো অপ্রসলিলসিক্ত এস গে ভূষণবিহীন রিক্ত, এস গো চিত্তপাবন । এস গে। পরম দুঃখনিলয়, बी'-बटूब्र बहब्रश् बिजन्॥ , এস সংগ্রাম, এস মহাজয়, ॰aश् coil बद्बु-जोषब ।। Sने पोखुं’म ফল ভিতরের সাধন যখন আরম্ভ হয়ে গেছে তখন বাইরে তার কতকগুলি লক্ষণ আপনি প্রকাশ হয়ে পড়তে থাকে ; সে লক্ষণগুলি কীরকম তা একটি উপমার সাহায্যে ব্যক্ত করতে চেষ্টা করি । গাছের ফলকে মাহুব বরাবর নিজের সার্থকতার সঙ্গে তুলনা করে এসেছে। বস্তুত মাহুষের লক্ষ্যসিদ্ধি, মানুষের চেষ্টার পরিণামের সমে সাদৃত আছে এমন জিনিল ৰদি