পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতালি তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল অামার মনে লেগে তবে সে যে জাগল । যে প্রেম কাপায় বিশ্ববীণায় পুলকে সংগীতে সে উঠবে ভেসে পলকে যেদিন আমার সকল হৃদয় হরবে । সুরুল ১ আশ্বিন ১৩২১] সন্ধ্যা 8\) না গো, এই যে ধুলা আমার না এ, তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে । দিয়ে মাটি আগুন জালি রচলে দেহ পূজার থালি, শেষ আরতি সারা করে ভেঙে যাব তোমার পায়ে । ফুল যা ছিল পূজার তরে যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে । কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে, কত যে তার নিবল হাওয়ায়— পৌঁছোল না চরণ-ছায়ে । शक्रल ২ আশ্বিন ১৩২১] প্রভাত ૨8 છે