পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিলাইদহ ১ম চৈত্র ১৩১৮ গীতিমাল্য এ কী গভীর, এ কী মধুর, এ কী হাসি পরান-বঁধুর এ কী নীরব চাহনি, এ কী ঘন গহন মায়া, এ কী স্নিগ্ধ শু্যামল ছায়া, নয়ন-অবগাহনি । লক্ষ তারের বিশ্ববীণা এই নীরবে হয়ে লীন৷ গেল গো তাপ জুড়ায়ে । সকল রাজার রতন-সজ্জা লুকিয়ে গেল পেয়ে লজ্জা বিনা-সাজের কী-বেশে । আমার চির-জীবনেরে লও গো তুমি লও গো কেড়ে একটি নিবিড় নিমেষে । У о কে গো তুমি বিদেশী । সাপ-খেলানো বাশি তোমার বাজাল সুর কী দেশী । নৃত্য তোমার ছলে দুলে, কুন্তলপাশ পড়ছে খুলে কাপছে ধরা চরণে, Sw©ዓ