পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় [ রচনাবলীর বর্তমান খণ্ডে মুদ্রিত গ্রন্থগুলির প্রথম প্রকাশের তারিখ ও রচনাসংক্রান্ত অন্তান্ত জ্ঞাতব্য তথ্য গ্রন্থপরিচয়ে সংকলিত হইল । ] নবজাতক ‘নবজাতক’ ১৩৪৭ সালের বৈশাখ মাসে প্রথম প্রকাশিত হয়। তৎপূর্বে ইহার অধিকাংশ কবিতা সাময়িক পত্রে প্রকাশিত হইয়াছিল। নিম্নে প্রকাশস্বচী মুদ্রিত হইল— উদবোধন প্রায়শ্চিত্ত বুদ্ধভক্তি কেন হিন্দুস্থান রাজপুতানা ভাগ্যরাজ্য ভূমিকম্প পক্ষীমানব রাতের গাড়ি মৌলানা জিয়াউদ্দীন এপারে-ওপারে মংপু পাহাড়ে ইস্টেশন জবাবদিহি প্রবাসী জন্মদিন রোম্যাটিক ক্যাওঁীয় নাচ অবর্জিত শেষ হিসাব জয়ধ্বনি ર 8 ||૭ ૦ শতদল। কষ্টিপাথর, প্রবাসী ১৩৪৭ জ্যৈষ্ঠ প্রবাসী ১৩৪৫ অগ্রহায়ণ পরিচয় ১৩৪৪ ফাল্গুন প্রবাসী ১৩৪৫ চৈত্র প্রবাসী ১৩৪৪ পৌষ প্রবাসী ১৩৪৫ মাঘ পরিচয় ১৩৪৪ শ্রাবণ নাচঘর ১৩৪০, ৩০ চৈত্র বিচিত্রা ১৩৩৯ জ্যৈষ্ঠ জয়শ্রী ১৩৪৭ জ্যৈষ্ঠ প্রবাসী ১৩৪৫ শ্রাবণ প্রবাসী ১৩৪৬ শ্রাবণ পরিচয় ১৩৪৫ শ্রাবণ কবিতা ১৩৪৫ আশ্বিন প্রবাসী ১৩৪৭ বৈশাখ “জন্মদিন’ : প্রবাসী ১৩৪৬ জ্যৈষ্ঠ প্রবাসী ১৩৪৬ আষাঢ় কবিতা ১৩৪৬ পৌষ প্রবাসী ১৩৪৪ শ্রাবণ প্রবাসী ১৩৪২ শ্রাবণ