পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९९९ ब्ररौठ-ब्रध्नांदणौ ২। বিভূতির গলার মালা থেকে ফুল খসিয়ে দড়িগাছটা ওর গলায় বুলিয়ে আসিব । ও গলায় কেন, হাতে। বাধ বাধার সম্মানের উচ্ছিষ্ট দিয়ে পথ-কাটার হাতে দড়ি পতৃৰে । m মন্ত্রী । যুবরাজ পথ ভেঙেছেন বলে অপরাধ, জার তোমরা ব্যবস্থা ভাঙবে, তাতে অপরাধ নেই ? & ২। আহা, ও যে সম্পূর্ণ আলাদা কথা। আচ্ছ বেশ, যদি ব্যবস্থা ভাঙি তো কী হবে ? মন্ত্রী। পায়ের তলার মাটি পছন্দ হল না বলে শূন্যে ঝাপিয়ে পড়া হবে। সেটাও পছন্দ হবে না বলে রাখছি। একটা ব্যবস্থা আগে করে তবে অন্ত ব্যবস্থাটা ভাঙতে হয় । ৩। আচ্ছা, তবে গারদ থাক, রাজবাড়ির সামনে দাড়িয়ে মহারাজের জয়ধ্বনি করে আসি গে । r ৩ । ও ভাই, ওই দেখ, স্বৰ্ষ অস্ত গেছে, আকাশ অন্ধকার হয়ে এল, কিন্তু বিভূতির যন্ত্রের ওই চুড়াটা এখনও জলছে। রোমুরের মৰ খেয়ে যেন লাল হয়ে রয়েছে। ২। আর ভৈরব-মন্দিরের ত্রিশূলটাকে অস্তস্বর্ষের আলো অঁাকড়ে রয়েছে যেন ডোববার ভয়ে। কী রকম দেখাচ্ছে । [ নাগরিকদের প্রস্থান মন্ত্রী। মহারাজ কেন যে যুবরাজকে এই শিবিরে বন্দী করতে বলেছিলেন এখন বুঝেছি । উদ্ধব । কেন ? মন্ত্রী। প্রজাদের হাত থেকে ওঁকে বাচাৰার জন্তে । কিন্তু ভালো ঠেকছে না। লোকের উত্তেজনা কেবলই বেড়ে উঠছে। g সঞ্জয়ের প্রবেশ সঞ্জয় । মহারাজকে বেশি আগ্রহ দেখাতে সাহস করলুম না, তাতে র্তার সংকল্প আরও দৃঢ় হয়ে ওঠে। o মন্ত্রী। রাজকুমার, শাস্ত থাকবেন, উৎপাতকে আরও জটিল করে তুলবেন না। : সঞ্জয় । বিদ্রোহ ঘটিয়ে আমিও বন্দী হতে চাই । n মন্ত্রী। তার চেয়ে মুক্ত থেকে বন্ধন মোচনের চিন্তা করুন । , ,