পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী s و او (۵ মহাপঞ্চক। এরাই তোমার অনুবর্তী ? দাদাঠাকুর । হা । মহাপঞ্চক। এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন মেচ্ছদল ! দাদাঠাকুর। এসো তো, তোমাদের মন্ত্র এদের শুনিয়ে দাও । এদের কর্মকাও কী রকম তাও ক্রমে দেখতে পাবে। শোণপাংশুদের গান যিনি সকল কাজের কাজি, মোরা র্তারি কাজের সঙ্গী । র্যার নানারঙের রঙ্গ, মোরা র্তারি রসের রঙ্গী । র্তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তিনি যেমনি বাজান ভেরী, মোদের তেমনি নাচের ভঙ্গি । এই জন্মমরণ-খেলায় মোরা মিলি তারি মেলায় এই দুঃখমুখের জীবন মোদের র্তারি খেলার অঙ্গী । ওরে ডাকেন তিনি যবে র্তার জলদমন্দ্র রবে ছুটি পথের কাটা পায়ে দলে সাগরগিরি লজিঘ । মহাপঞ্চক। আমি এই আয়তনের আচার্য— আমি তোমাকে আদেশ করছি তুমি এখন ঐ ম্লেচ্ছদলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও । দাদাঠাকুর । আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য ; আমি যা আদেশ করব সেই আদেশ । মহাপঞ্চক । উপাধ্যায়, আমরা এমন করে দাড়িয়ে থাকলে চলবে না। এসে। আমরা এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো আবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি ।