পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী অণুতম অণুকণা আকাশে আকাশে নিত্যকাল বর্ষিয়া বিদ্যুৎবিন্দু রচিছে রূপের ইন্দ্রজাল ; নিরুদ্ধ প্রবেশদ্বারে উঠে সেথা মানবের বাণী বাধা নাহি মানি । চিত্তের গহনে যেথা দুরন্ত কামনা লোভ ক্রোধ আত্মঘাতী মত্ততায় করিছে মুক্তির দ্বার রোধ অন্ধতার অন্ধকারে উঠে সেথা মানবের বাণী ‘বাধা নাহি মানি’ । বাদলরাত্রি গান কী বেদন মোর জান সে কি তুমি, জান, ওগো মিতা মোর, অনেক দূরের মিতা— আজি এ নিবিড় তিমিরযামিনী বিদ্যুৎ-সচকিত । বাদল বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে, ওগো, সে কি তুমি জান ! উৎসুক এই দুখজাগরণ, এ কি হবে হায় বৃথা ! ওগো মিতা মোর, অনেক দূরের মিতা, আমার ভবনদ্বারে রোপণ করিলে যারে সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা— ওগো, সে কি তুমি জান !