পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষরক্ষা ... ΣΨΟ গঙ্গাই। (চুটিয়া নিকটে গিয়া ধরিয়া উঠাইয়া ) আহাহাহ, কী তোমার নাম গো ? 虽 বুড়ি। আমার নাম ঠাকুরদাসী, এই বাড়ির ঝি। গদাই । এই বাড়ির ঝি ! আহা, লাগে নি তো ? বুড়ি। না, কিছু লাগে নি। 疊 গদাই। আলুগুলো সব যে ছড়িয়ে পড়েছে। রোসো, কুড়িয়ে দিচ্ছি। তুমি বুঝি এই বাড়ির কি ! বুড়ি । ই বাবু। গদাই। চৌধুরীদের বাড়ির ঝি ? বুড়ি। ই গো, গঙ্গামাধব চৌধুরী। গদাই । আহাহা, ভাড়টা উলটে গিয়ে তেল যে সব গড়িয়ে গেছে । তোমার দিদিঠাকরুন হয়তো রাগ করবেন। বুড়ি। না, দিদিঠাকরুন কথাটি কবেন না, কিন্তু গিন্নি মা— গদাই । কথাটি কবেন না । আহা ! ( দীর্ঘনিশ্বাস ) তা এক কাজ করে । এই টাকাটি দিচ্ছি, নাহয় বাজার থেকে তেল কিনে আনো, আমি ততক্ষণ তোমার তরকারি আগলাচ্ছি। তোমার দিদিঠাকরুন বুঝি কথাটি কবেন না, অঁ্যা ঠাকুরদাসী ? বুড়ি। তিনি বড়ো লক্ষ্মী। গদাই । লক্ষ্মী । আহা, তা তোমার দিদিঠাকরুন কী খেতে ভালোবাসেন বলে। দেখি । ழ் বুড়ি । ছাতাওয়ালা গলির মোড়ে ভরু ফুলুরিওয়ালা গরম গরম বেগ নি ভেজে দেয়, তাই দিয়ে আমের আচার দিয়ে খেতে র্তার খুব শখ। গদাই। বটে ! তা এই নাও, ঠাকুরদাসী, একটাকার বেগনি কিনে আনো তো । বুড়ি। একটাকার বেগ নি! সে যে অনেক হবে। গদাই । তা হোক, নাহয় কিছু বেশিই হল। বুড়ি। তা আমি কিনে নাহয় আনব পরে, তুমি এই দরজার কাছে দাড়িয়ে থাকবে কতক্ষণ । গদাই । তাতে ক্ষতি নেই, ওটা আমার একটা শখ। বুড়ি। দরজার কাছে দাড়িয়ে থাকা । গঙ্গাই। ন', না, ঐ যে তোমার বেগ নি— ঐ যে তুমি বললে না— বুড়ি। নাহয় দিদিঠাকরুনকে বেগনি খাওয়াব, তাই ব’লে কি—