পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

כן 8 ל পুরী চপল ভ্রমর, হে কালো কাজল জাখি এখনো তোমার সময় আসিল না কি ? মোর রজনীর ভেঙেছে তিমির বাধ পাও নি কি সংবাদ ? জেগে-ওঠা প্রাণে উথলিছে ব্যাকুলত, দিকে দিকে আজি রটে নি কি সে-বারতা ? শোন নি কী গাহে পাখি ? হে কালো কাজল আঁখি । শিশির-শিহর। পল্লব ঝলমল, বেণুশাখাগুলি খনে খনে টলমল, অরুপণ বনে ছেয়ে গেল ফুলদল কিছু না রহিল বাকি । এল যে আমার মন-বিলাবার বেলা, খেলিব এবার সব-হারাবার খেলা, ষ-কিছু দেবার রাখিব না আর ঢাকি, হে কালো কাজল আঁখি । বুয়েনোস এয়ারিস ১ ডিসেম্বর, ১৯২৪ মধু মৌমাছির মতো আমি চাহি না ভাণ্ডার ভরিবারে বসন্তেরে ব্যর্থ করিবারে । সে তো কভু পায় না সদ্ধান কোথা আছে প্রভাতের পরিপূর্ণ দান । তাহার শ্রবণ ভরে আপন গুঞ্জনস্বরে, হারায় সে নিখিলের গান । ○為為