পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qー)● রবীক্স-রচনাবলী শেষরক্ষা শেষরক্ষা ১৯২৮ সালের জুলাই মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ইহা গোড়ায় গলদ প্রহসনটির (রবীন্দ্র-রচনাবলী, তৃতীয় খণ্ড দ্রষ্টব্য) পুনলিখিত অভিনয়যোগ্য সংস্করণ। ১৩৩৪ সালে আষাঢ় মাসের ‘মাসিক বস্থমতী’তে প্রথম প্রকাশিত হয় । গল্পগুচ্ছ বর্তমান খণ্ডে প্রকাশিত সাতটি গল্প ১৩০১ সালের 'সাধনা মাসিকপত্রে নিম্ন সূচীক্রমে প্রকাশিত হয় – অনধিকার প্রবেশ শ্রাবণ ১৩০১ মেঘ ও রৌদ্র আশ্বিন-কাতিক ১৩০১ প্রায়শ্চিত্ত অগ্রহায়ণ ১৩০১ বিচারক পৌষ ১৩০১ নিশীথে মাঘ ১৩০১ আপদ ফাল্গুন ১৩০১ िि لا ه هلا آقا 5ان ‘অনধিকার প্রবেশ’ গল্পটি সাধনার উক্ত সংখ্যায় ‘বিদেশী অতিথি ও দেশীয় আতিথ্য’ প্রবন্ধটির (রবীন্দ্র-রচনাবলী, দ্বাদশ খণ্ড দ্রষ্টব্য) অব্যবহিত পরেই মুদ্রিত হইয়াছিল। অনধিকার প্রবেশ বিচিত্র গল্প গ্রন্থের দ্বিতীয় খণ্ডে ( ১৩৪১ ), মেঘ ও রৌদ্র ‘কথাচতুষ্টয়’ ( ১৩৪১ ) গ্রন্থে, এবং বাকি পাচটি গল্প ‘গল্পদশক ( ১৩০২ ) পুস্তকে প্রথম গ্রন্থাস্তভুক্ত হয় । জাপানযাত্রী জাপানযাত্রী ১৩২৬ সালের শ্রাবণ মাসে [ ইং ১৯১৯ ] গ্রন্থাকারে মুদ্রিত হয়। বৈশাখ ১৩২৩ হইতে বৈশাখ ১৩২৪ পর্যন্ত সবুজপত্রের বিভিন্ন সংখ্যায় রচনাগুলি ‘জাপানযাত্রীর পত্র’, ‘জাপানের পত্র’ ও ‘জাপানের কথা’ নামে প্রথম প্রকাশিত হয় । উইলিয়ম পিয়ার্সন, সি. এফ. এগুজ ও শ্ৰীমুকুলচন্দ্র দে -সহ রবীন্দ্রনাথ কলিকাতা হইতে ১ মে ১৯১৬ তারিখে জাপান যাত্রা করেন। সেখান হইতে আমেরিকা ভ্রমণ করিয়া জাপানের পথে তিনি ১৩ মার্চ ১৯১৬ তারিখে কলিকাতায় প্রত্যাবর্তন করেন। ১৩৪৩ সালের শ্রাবণ মাসে ‘জাপানে-পারস্তে’ গ্রন্থ-প্রকাশকালে ‘জাপানস্বাত্রী’ উক্ত গ্রন্থের অন্তর্ভূত হইয়াছে।