পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>* ब्रचौटय-ब्रछमतंवव्नी চপল ভ্রমর, হে কালো কাজল আঁখি, খনে খনে এসে চলে যাও থাকি থাকি । হৃদয়কমল টুটিয়া সকল বন্ধ বাতাসে বাতাসে মেলি দেয় তার গন্ধ, তোমারে পাঠায় ডাকি, হে কালো কাজল আঁখি । যেথায় তাহার গোপন সোনার রেণু সেথা বাজে তার বেণু ; বলে, এস, এস, লও খুজে লও মোরে, মধুসঞ্চয় দিয়ে না ব্যর্থ করে, এস এ বক্ষ মাঝে, কবে হবে দিন আঁধারে বিলীন সণঝে । দেখো চেয়ে কোন উতলা পবনবেগে স্বরের আঘাত লেগে মোর সরোবরে জলতল ছলছলি এপারে ওপারে করে কী যে বলাবলি, তরঙ্গ উঠে জেগে । গিয়েছে আঁধার গোপনে-কাদার রাতি, নিখিল ভুবন হেরে কী আশায় মাতি আছে অঞ্জলি পাতি । হেরো গগনের নীল শতদলথানি মেলিল নীরব বাণী । অরুণ-পক্ষ প্রসারি সকৌতুকে সোনার ভ্রমর আসিল তাহার বুকে কোথা হতে নাহি জানি ।