পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্দশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূরবী অামারে করায় পান । ক্ষমা ক’রে যদি ভুলে থাকি । তৰু জানি একদিন তুমি মোরে নিয়েছিলে ভাকি হৃদিমাঝে ; আমি তাই আমার ভাগ্যেরে ক্ষমা করি— যত দুঃখে যত শোকে দিন মোর দিয়েছে সে ভরি সব ভুলে গিয়ে । পিপাসার জলপাত্র নিয়েছে সে মুখ হতে, কতবার ছলনা করেছে হেসে হেসে, ভেঙেছে বিশ্বাস, অকস্মাং ভুবায়েছে ভরা তরী তীরের সম্মুখে নিয়ে এসে,—সব তার ক্ষমা করি । আজ তুমি আর নাই, দূর হতে গেছ তুমি দূরে, বিধুর হয়েছে সন্ধ্যা মুছে-যাওয়া তোমার সিন্দুরে, সঙ্গীহীন এ জীবন শূন্তঘরে হয়েছে ক্রহীন, সব মানি,—সব চেয়ে মানি তুমি ছিলে একদিন । আগুেস জাহাজ ২ নভেম্বর, ১৯২৪ ঃখ-সম্পদ দুঃখ, তব যন্ত্রণায় যে-দুদিনে চিত্ত উঠে ভরি, দেহে মনে চতুর্দিকে তোমার প্রহরী রোধ করে বাহিরের সাত্বনার স্বার, সেইক্ষণে প্রাণ আপনার নিগূঢ় ভাণ্ডার হতে গভীর সাম্বন বাহির করিয়া আনে ; অমৃতের কণা গলে আসে অশ্রুজলে ; সে-আনন্দ দেখা দেয় অন্তরের তলে যে আপন পরিপূর্ণতায় আপন করিয়া লয় দুঃখবেদনায় ।