পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এলাহাবাদ ১ কাতিক [১৩২১] সন্ধ্যা =) ))) গীতালি । উজিয়ে যেতে চাই যতবার তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে। আলো যখন অলিসভরে নিবিয়ে ফেলি অাপন ঘরে লক্ষ তারা জালায় তোমার নিশীথিনী । So 8 কেমন করে তড়িৎ-আলোয় দেখতে পেলেম মনে তোমার বিপুল স্বষ্টি চলে আমার এই জীবনে । সে স্বষ্টি যে কালের পটে লোকে লোকাস্তরে রটে, একটু তারি আভাস কেবল দেখি ক্ষণে ক্ষণে । মনে ভাবি, কান্নাহাসি আদর অবহেলা সবই যেন আমায় নিয়ে আমারই ঢেউ-খেলা । সেই আমি তো বাহনমাত্র, যায় সে ভেঙে মাটির পাত্ৰ— যা রেখে যায় তোমার সে ধন রয় তা তোমার সনে । ՀԵ ծ