পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શ88 রবীন্দ্র-রচনাবলী سC)b\ শেষ নাহি যে শেষ কথা কে বলবে । আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জলবে । ফুরায় যা, তা ফুরায় শুধু চোখে— অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে অালোকে । পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে । पूरक्रज ২৮ ভাদ্র [১৩২১] অপরাহু פס\ না রে, তোদের ফিরতে দেব না রে মরণ যেথায় লুকিয়ে বেড়ায় সেই আরামের দ্বারে। চলতে হবে সামনে সোজা, ফেলতে হবে মিথ্যা বোঝা, টলতে আমি দেব না ষে আপন ব্যথাভারে ।