পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্বিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় 6 o'S হিজলি ও চট্টগ্রাম ১ প্রবাসী ১৩৩৮ কার্তিক ১ হিজলি ও চট্টগ্রাম ২ প্রবাসী ১৩৩৮ অগ্রহায়ণ* নবযুগ প্রবাসী החג כסט\ל প্রচলিত দগুনীতি প্রবাসী ১৩৪৪ আশ্বিন ‘কর্মযজ্ঞ’ ১৩২১ সালের ১ ফাঙ্কন তারিখে কলিকাতায় সাধারণ-ব্রাহ্মসমাজমন্দিরে অনুষ্ঠিত ‘বঙ্গীয় হিতসাধনমগুলী’র প্রারম্ভিক “সভাধিবেশনে কথিত বক্তৃতার সারমর্ম” ৷ 'রায়তের কথা প্রমথ চৌধুরী মহাশয়ের ‘রায়তের কথা গ্রন্থের [ অগস্ট ১৯২৬] “ভূমিকা রূপে মুদ্রিত হইয়াছিল— আমার লেখা রাতের কথা যখন সবুজপত্র প্রকাশিত হয় (১৩২৬ ফাল্গুন), তখন রবীন্দ্রনাথ ছিলেন বিলেতে। এই কারণে সে প্রবন্ধটি সেকালে র্তার চোখে পড়ে নি। সম্প্রতি তিনি আমার অনুরোধে সেটি পড়ে, এ বিষয়ে তার মতামত সম্বলিত একখানি পত্র আমাকে লেখেন । এ পত্র অবগু লেখা হয়েছে ছাপবার জন্ত । এ লেখা টীকা-সমেত রায়তের কথা’র ভূমিকাস্বরূপ প্রকাশ করবার অনুমতি রবীন্দ্রনাথ আমাকে लेिcग्न झन । —বিজ্ঞপ্তি, রায়তের কথা রবীন্দ্রসদনে-সংরক্ষিত পাণ্ডুলিপির সহিত মিলাইয়া বর্তমান গ্রন্থের পাঠ নির্ধারণ করা হইয়াছে। ‘রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত? -শীর্ষক প্রবন্ধটি শ্ৰীশচীন সেন -কর্তৃক লিখিত Political Philosophy of Rabindranath epit :fr: NYU হিজলি ও চট্টগ্রামের নৃশংস ঘটনাবলীর প্রতিবাদে ১৯৩১ সালের ২৬ সেপ্টেম্বর তারিখে কলিকাতার গড়ের মাঠে অক্টারলোনি মনুমেণ্টের পাদদেশে যে বিরাট সভা হয় “তাহাতে আনুমানিক এক লক্ষ লোক উপস্থিত হইয়াছিলেন”। ঐ সভায় সভাপতি রবীন্দ্রনাথ যে অভিভাষণ পাঠ করেন বর্তমান খণ্ডের ‘হিজলি ও চট্টগ্রাম’ প্রবন্ধের তাহাই প্রথমাধ। উহা ঐদিনই সায়ংকালে এবং পরদিনও বিভিন্ন দৈনিক পত্রে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ-কৃত উহার ইংরেজি রূপও ঐ ভাবে প্রকাশিত হইয়াছিল।৩ ১ বিবিধ প্রসঙ্গ : চট্টগ্রাম ও হিজলীর ব্যাপার সম্বন্ধে রবীন্দ্রনাথ, পৃ ১৪৩-৪৪ 을, বিবিধ প্রসঙ্গ : ‘হিজলীর হত্যাকাও সম্বন্ধে ब्ररौौडानां५', o \Э е 8 - e (t • ol, Call of the Wictims: Amritabazar Patrika, 26 September 1981