পাতা:রবীন্দ্র-রচনাবলী (ঊনবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীথিক তাই ভাবি মনে, যদি এ জীবন মোর গাথা থাকে মায়ার স্বপনে, মৃত্যুর আঘাতে জেগে উঠে আজিকার এ জগং অকস্মাৎ যায় টুটে, সবকিছু অন্য-এক অর্থে দেখি— চিত্ত মোর চমকিয়া সত্য বলি তারে জানিবে কি ? সহসা কি উদিবে স্মরণে ইহাই জাগ্রত সত্য অন্তকালে ছিল তার মনে ? ২৯ ভাদ্র ১৩৪২ শাস্তিনিকেতন 〉?冊。 〉&●