পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাক্ষাৎ হইল। সমবেত রাজগণের পক্ষে প্রায় ৪ লক্ষ সৈঙ্গ এবং নেপোলিয়নের পক্ষে দেড় লক্ষ সৈন্মাত্র উপস্থিত হইল। দুই দিন ভয়ানক যুদ্ধ হয় । ত্ৰিশহাজার সাক্ষ্মন-সৈন্ত যুদ্ধকালে নেপোলিয়নের পক্ষ ত্যাগ করিয়া শত্রুপক্ষে যোগদান করিল। নেপোলিয়ন তাঁহাতে ভীত হইলেন না। কিন্তু শুনিলেন, তাহার যুদ্ধোপকরণ প্রায় নিঃশেষিত হইয়াছে। পরদিন যুদ্ধ করিতে পারেন এরূপ ৰাক্লজ বা গোলাগুলি নাই। অগত্য র্তাহাকে পশ্চাদগমন করিতে হইল। ইতিপূৰ্ব্বে নেপোলিয়ন বার্লিন অধিকার করিয়া তথায় সৈন্তস্থাপনের মানস করিয়াছিলেন, কিন্তু সেনানীগণের মত না হওয়ায়, তাহা করিতে পারেন নাই। এখন ছটিয়া ফ্রান্স-সীমায় মাসিতে হইল । চতুৰ্দ্দিকৃ হইতে ফ্রান্স আক্রান্ত হইল। পঙ্গপালের স্তায় শত্রসৈন্য ফ্রান্সে প্রবেশ করিতে লাগিল । এই সময় নেপোলিয়ন স্পেনের রাজকুমার ফার্ডিনাণ্ডকে পৈতৃকরাজ্য ছাড়িয়া দিলেন। কিন্তু তাহাতেও যুদ্ধ নিবৃত্তি হইল না। স্পেনীয় এবং ইংরাজসৈন্য দক্ষিণদিক্ হইতে ফ্রান্স আক্রমণ করিল। পূৰ্ণ হইতে অষ্ট্রীয়সৈন্য দলে দলে অগ্রসর হইল। উত্তর হইতে রুষ, প্রষ ও সুইডেনসেন ফ্রান্স ছাইয়! ফেলিল। নেপোলিয়ন নিক্স বীরত্ব ও সমরকৌশল দেখাইয়া তিনমাসকাল শত্ৰুগণের গতিরোধ করিলেন । কিন্তু একটী শত্রদল বিনষ্ট হইলে, নূতন সৈন্যদল আসিয়া তাছাদের দলপুষ্টি করিল। নেপোলিয়নের আর নূতন সৈন্যপ্রাপ্তি ঘটে নাই। তথাপি তিনি মুষ্টিমেয় সেনা লইয়া বহুসংখ্যক শত্রুসৈন্য আক্রমণ ও পরাজয় করিলেন । কিন্তু তাছাতেও ফলোদয় হইল না। লক্ষ লক্ষ শত্রসৈন্যকে ফএক সহস্র সেনা লইয়া তিনি কতদিন যাধ৷ দিবেন। তিনি একদিক্ আক্রমণ করিলে তাহারা অপরদিক্‌ দিয়৷ অগ্রসর হইতে লাগিল । তিন মাস অবিশ্রান্ত যুদ্ধের পর শত্রুসৈন্য রাজধানী পাল্পি-সহর অধিকার, করিল । তাহার বিশ্বস্ত সেনানী ও কৰ্ম্মচারী অনেকেই শত্রুর দিকে ভর করিল। কিন্তু সৈন্যগণ ও সাধারণলোক নেপোলিয়নের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল । য়ুরোপীয় রাজগণ ৰোর্বোবংশীয়দিগকে ফ্রান্সের রাজসিংহসনে প্রতিষ্ঠিত করিলেন। নেপোলিয়ন উচ্চা করিলে কিছু কাল যুদ্ধ চালটিতে পারিতেন। কিন্তু অন্তর্বিদ্রোহ ও বৃথা শোণিতপাত্ত তিনি ভালবাসিতেন না। কাজেই ভূমধ্যসাগরস্থ এলা নামক ক্ষুদ্ৰৰীপের আধিপত্য ও ফ্রান্স হইতে কিছু বৃত্তি পাইর এলৰাতেই গমন করিলেন। কএক শত গ্রন্থভক্ত-রক্ষী४ंश्ां ऊँtधि श्ठि 5ग्निम् ।। ॐांश्ांब जैौश्रूय उथ्न च'ृीक्षांश्च ধৰাটো,ঞ্জৰীন থাকায়, তাহান্ন সহিত মিলিতে পারিল না। [ 8२० ] নেপোলিয়ন বোনাপার্ট - মেপোলিয়ন এলাদ্বীপে গমন করিয়া, সেখানকার অধিবাপীদিগের উন্নতিকল্পে মনোযোগ করিলেন । পঞ্চ ঘাট প্রস্তুত হইতে লাগিল। নেপোলিয়নের পক্ষে নিষ্কৰ্ম্ম হইয়া ৰসিয়া থাকা কষ্টকর ছিল । এখানে তিনি যথাসাধ্য প্রজাছিতকর কার্য্য আরম্ভ করিয়া দিলেন । এই সময়ে অনেক বিদেশী লোক তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিত । তিনিও তাহাদিগের সহিত অমায়িক ব্যবহার করিতেন এবং নিজের শেষ যুদ্ধবিষয়ক কথা কহিয়া সকলকে আপ্যায়িত করিতেন। নেপোলিয়ন ইংরাজদূতের সহিত কথাবার্তায় অনেক সময় কাটাইতেন। ফ্রান্সে রাজত্বকালে তিনি অধিক ঘুমাইবার অবকাশ পাইতেন না, এখানে আসিয়া বেশী ঘুয়াইতে লাগিলেন। তাহার শরীরও একটু পূৰ্ব্বাপেক্ষ স্থূল হইল । এদিকে ফ্রান্সে অষ্টাদশ লুই রাজা হইল, চতুর্দিকে অসন্তোষ বীজ অঙ্কুরিত হইতে লাগিল । নেপোলিয়ন প্রজাপক্ষের। সম্রাট ছিলেন, বংশমর্যাদা অপেক্ষ গুণের আদর অধিক করিতেন। কিন্তু লুই পুরাতন রীত্যমুসারে বংশমর্য্যাদার পক্ষপাতী হইলেন । ফ্রান্সের এত বড় বিপ্লবেও তাহার। জ্ঞান হয় নাই। কাজেই তিনি অবিলম্বে প্রজার অপ্রিয় হইয়া উঠিলেন । শক্র কর্তৃক সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ায়, তিনি। প্রজালোকের বিরক্তির কারণ হইয়াছিলেন। এখন সকলেই নেপোলিয়নের পুনরাগমন কামনা করিতে লাগিল। এই সময়ে অষ্ট্রীয় রাজধানী ভিয়েন নগরে যুরোপীয় রাজগণের বৈঠক বসিয়াছিল । তাহার রাজনীতিঘটিত সকল বিষয়ের মীমাংসা করিতেছিলেন.। নেপোলিয়নকে স্থানান্তরিত করিয়া কোন সাগরমধ্যস্থ দ্বীপে আবদ্ধ করিয়া রাখা যুক্তিযুক্ত মনে করিলেন। নেপোলিয়ন এই সংবাদ পাইয়া ভীত হইলেন। বিশেষতঃ তাহার স্ত্রীপুত্রকে তাহার সহিত মিলিত হইতে ন দিয়া অষ্ট্রীয়সম্রাট দারুণ নিষ্ঠুরতার পরিচয় দিয়াছিলেন। ফ্রান্স হইতেও নেপোলিয়নের বৃত্তি বন্ধ হইয়াছিল। কাজেই নেপোলিয়ন অায় থাকিতে পারিলেন না। ফরাসীদের মনোভাব জানিতে পারিয়া, তিনি ফ্রান্স অভিমুখে যাত্রা করিলেন এবং ১৮১৫ খৃষ্টাব্দের ১লা মার্চ ফ্রান্সের উপকূলে অবতরণ করিলেন। তাহার, সহিত কএক শত শরীররক্ষী সৈঞ্চমাত্র ছিল । কিন্তু,প্রতিপদেই তাহার সৈন্তসংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। রাজা লুই নেপোলিয়নের গতিরোধীর্থ যেসকল সৈন্ত্র পাঠাইতৃে লাগিলেন,তাহার। নেপোলিয়নের সহিত মিলিত হইয়া তাহার, দলপুষ্টি করিতে, লাগিল। ২-এ মার্চ নেপোলিয়ন রাজধানীতে পৌছিলেন। সৰ্ব্বসাধারণ কর্তৃক সাদরে সম্বৰ্ধিত হইলেন। লুই পলায়ন, করিলেন। নেপোলিয়ন মনে জানিয়াছিলেন স্কুরোপীয় গল্পগঞ্চ