পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেয়র t seફ 1 . নেৰী - -

গাছেৰ উক্ত মোড়লা নামানুসারে এই গ্রামে অসুিগম ডেদিয়ার নামে একটা দুর্গ প্রতিষ্ঠা করেন। ইহারই ১৪ বৎসর পরে ১৬৩৯ খৃঃ অব্দে মাশ্রজের সেন্টগুঞ্জ তুর্গ স্থাপিত হয়। খৃষ্টীর ১৮শ শতাব্দীতে ইংরাজ ও ফরাসীদিগণের কর্ণাটক যুদ্ধ হইতেই এখানকার প্রকৃত ঐতিহাসিক ঘটনার উল্লেখ দেখা যায়। এই সময়ের ইতিহাস পাঠ করিলে বেশ জানা যায়, দক্ষিণাত্যের পূর্ণ উপকূলে ফরাসী ও ইংরাজগণ আধিপত্য বিস্তারে বিশেষ যত্নবা ছিলেন। ১৭৫৩ খৃষ্টাবাে নাজি উল্লা তাহার ভ্রাতা নবাব মহম্মদ-আলীর প্রদত্ত নেয় প্রদেশের শাসন তার প্রাপ্ত হন । এই বৎসরে মহম্মদ কমল নামে জনৈক মুসলমান নে নগরে প্রবেশপূৰ্ব্বক নাজিউল্লাকে पश्कृिङ कब्रिग्रा (अग्न । यै नाद्धि ठिप्रश्नष्ठिग्न गनिद्र क्ष्वश्ण করিতে অগ্রসর হইলে, ইংরাজের হস্তে উহার রক্ষার ভার সমৰ্পিত হয়। উভয় দলে ঘোর যুদ্ধ হইলে প্রথমে ইংরাজগণ পরাজিত হন, অবশেষে তাহারা পুনরায় কমালকে আক্রমণ করিয়া বন্দী করেন ।

নাজি উল্লা স্বরাজ্যে প্রতিষ্ঠিত হইয়া, কিছু দিন পরে ( ১৭৫৭ খৃঃ অঃ ) নিজ অধীনতা উচ্ছেদ করিবার জন্ত ভ্রাতার বিপক্ষে ধিদ্রোহী হুইলেন। নবাব মহম্মদ আলী তাহার ইংরাজবন্ধুর আশ্রয় গ্রহণ করিলেন। নাজিব উল্লাও আপনার পক্ষ দৃঢ় য়াথিবীর জষ্ঠ ফরাসীগণের সাহায্য লইলেন । এই যুদ্ধে ইংরাজগণ পরাস্ত হইলে, কর্ণেল ফর্ড উক্ত ক্ষতির জন্তু জবাবদিহি হইয়া মাস্ত্রীজে প্রত্যাবৃত্ত হন। ১৭৫৮ খৃষ্টাব্দে নাজি বলাসং জঙ্গ ও মহারাষ্ট্ৰীয়গণকে ইংরাজের বিরুদ্ধে উত্তেজিত করেন। ১৭৫৯ খৃঃ অব্দে ফরাসী সেনাপতি बाहौ भक्षु गईग़ भांशांझ इहेरङ श्र°रङ श्रेंrग, लिनेि है३ब्रांজের সহিত সন্ধি করিতে বাধ্য হন এবং ইংরাজ কর্তৃক ঐ প্রদেশের শাসনকর্তৃপদে নিয়োজিত হইয়া ইংরাজরাজকে বাৎসরিক ত্রিশ হাজার ‘পাগোড়া দিতে প্রতিশ্রত হন। ১৭৯৪ খৃঃ অব্দে টিপু সুলতানের সহিত ইংরাজের যুদ্ধ বাধিলে ইংরাজগণ স্বহস্তে কর্ণাটপ্রদেশের রাজস্ব আদায়ের ভার গ্রহণ করেন। ১৭৯২ খৃঃ অধো টিপুর সহিত সন্ধি হইলে, উহার শাসনভার পুনরায় নবাবের হস্তে অৰ্পিত হয় । অবশেষে ১৮৯১ খৃষ্টাবো ইংরাজ- - গণ চিরকালের মত এই প্রদেশের শাসনভার নিজ হস্তে গ্রন্থণ করিলেন। ২নের জেলার অন্তর্গত একটা তালুক বা উপবিভাগ। ভূ-পরিমাণ ৬৩৮ বৰ্গ মাইল। ১৮৮৩ খৃষ্টীলে এখানে দুইটা cनखच्चामै ७ अिप्ले (कोजगाष्ट्री अनाजङ इउि झ्म्न। ● $द्ध (बजांघ dथशांन मनंब्र । c*ग्नाँद्र ( निनांकिनैौ ) ~T-TT - নীর দক্ষিণ কুলে অবস্থিত। অক্ষা ১৪° ২৬ ৩৮%উ এবং দ্রাধি’ ৮৭° ১২৭" পূঃ । ইহার প্রাচীন নাম সিংহপুর । এই খানেই বর্তমান ইংরাজগণের আবাল আছে। এখানকার মূলস্থানেশ্বরের মন্দিয়টা ত্রিনেত্র ওরফে মুৰুক্তি নামক জনৈক রাজ কর্তৃক স্থাপিত হয়। তেলগুদেশে ইনি ‘মুকুস্তি মহারাজ নামে প্রসিদ্ধ। এখানে মুসলমানগণের সময়ের একটী কেল্লা আছে। পরে এই নগর ‘দুর্গামেট্টা’ নামে সাধারণে পরিচিত হয় । এখনও নেয়রের উপকণ্ঠ ঐ নামে খ্যাত। এই নগর হইতে মাত্রাজে স্থলপথে ট্রাঙ্করোড ও জলপথে বাকিংহাম খাল দিয়া १शन रुद्र शां★ ।। ७,हे नश्रtब्रब्र श्र?न ७ अणशांबू निऊांछ भन নহে। যুরোপীরগণের আবাসবাদীর অপর পার্থে নরসিংহকোগুiপৰ্ব্বতের উপর কতকগুলি মণির আছে। এখানে খৃষ্টীয় ১২শ শতাব্দীতে ঠিকনা সোমরজুলু নামে এক কবি তেলগু ভাষায় সংস্কৃত মহাভারতের অম্বুবাদ করেন । ইহার লমসাময়িক মোল্লা নামে একটী স্ত্রীকবিও রামায়ণ অনুবাদ করিয়া বিদ্যাচর্চার গৌরব রক্ষা করিয়াছিলেন। রাজকবি অলসানি পেডডানা রাজা কৃষ্ণদেবের সভায় বর্তমান ছিলেন। নেবতী, বোম্বাই প্রেসিডেন্সির রত্নগিরি জেলার অন্তর্গত একটা বদর। অক্ষা ১৫° ৫৫ উঃ এবং দ্রাবি ৭৩° ৩২' পূঃ। বেঙ্গোর্লর ৮ মাইল উত্তরে, মলবানের ৬॥• মাইল দক্ষিণে এবং পর্তুগীজ রাজধানী গোয়ার ১৯ ক্রোশ উত্তরপশ্চিমে অবস্থিত। পূৰ্ব্বে এই নগর বিজাপুরের এলাকাভূক্ত ছিল। এখানে একটা দুর্গের ভগ্নাবশেষ আছে। মিঃ রেনেল প্রভৃতি পুরাবিদগণ এই স্থানকে টলেমি-কথিত ‘নিঃ’ বা প্লিনি বর্ণিত নিটুিম্বাস বলিয়া অনুমান করেন। এখন এই স্থানের আর সেরূপ বাণিজ্যের প্রবৃদ্ধি নাই, ক্রমশঃই উছার হ্রাস পাইতেছে। ১৮১৮-১৯ খৃষ্টাব্দে ইংরাজ-সৈন্তগণ এই বন্দর আক্রমণ করে এবং গোলার আঘাতে দুর্গ ভাঙ্গিয়া মহারাষ্ট্রীয়গণের নিকট হইতে কাড়িয়া লয়। নেবছা, রাজপুতনার অজয়ীড়ের অন্তর্গত একটা নগর। জয়পুর রাজধানী হইতে ৩৭ মাইল দক্ষিণপূৰ্ব্বে ২৬° ৩৩′ উত্তর অক্ষাংশে ও ৭৫° ৪৪' পূৰ্ব্ব গ্রাঘিমায় অবস্থিত। ৮ বৎসর পূৰ্ব্বে এই নগর বেশ সমৃদ্ধিশালী ছিল এবং বহু লোকের বসবাস হেতু ইহার আয়তনও বিস্তৃত ছিল। আমীর খাঁ দুখন এই স্থান জাক্রমণ করিয়া লুট করে, তখন এখানকার অধিবাসীরা পলাইয়া অঙ্গর গমন করে। শেষে ১৮১৮ খৃষ্টাব্দে এখানে नॉलि हॉनिष्ठ श्रेरण, नूनब्रांद्र cतांकनर्यौं★ीय श्हेब छमऊ বৃদ্ধি করিয়াছে। এই নগর একটা পৰ্ব্বতের ক্রোড়ে অবস্থিত। ऐशब्र गन्कांडांtर्भ गब्रण ठांप्य न७ब्रिजांन खेक "कर्मठ ¢कर